চুয়াডাঙ্গা শেখপাড়ার দবির ব্যবসার নামে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শেখপাড়ার দবির হাসান লাখ লাখ টাকা হাতিয়ে সটকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তার নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে ধরতে পারেনি। চুয়াডাঙ্গা বাগানপাড়ার আমিনুল ইসলাম তার বিরুদ্ধে চেক ডিজ অনার মামলা করলে আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

চুয়াডাঙ্গা বাগানপাড়ার মৃত সাজ্জাদ আলীর ছেলে আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, শেখপাড়ার মৃত আফতাব উদ্দীনের ছেলে তবির হাসান একজন প্রতারক। তিনি আমার কাছ থেকে ব্যবসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েছেন। তিনি অভিযোগ করে বলেন, দবির ২০১৫ সালের ১ নভেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিপরীতে আমাকে ১১ লাখ টাকার চেক দেন। কিন্তু ওই বছরের ১০ ডিসেম্বর সংশ্লিষ্ট ব্যাংক চেকটি ডিজ অনার করে। আমি আদালতে মামলা করি। বর্তমানে আদালত দবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দবির প্রায় এক বছর ধরে আত্মগোপন করে আছেন। আমিনুল আরও অভিযোগ করেন, দবির অনেকের কাছ থেকেই প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন।