চুয়াডাঙ্গা শহর বাউল একাডেমির নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহর বাউল একাডেমির নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠান ‘ভাব নগর’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা তলাতলা পশুহাটপাড়ার একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পৌরসভার-১ নং ওয়ার্ড কাউন্সিলর একাডেমির সভাপতি জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান মানু, দেশটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার খাইরুজ্জামান সেতু, চুয়াডাঙ্গা পৌর ছাত্ররীগের যুগ্মসম্পাদক মাফিজুর রহমান মাফি, একাডেমির সহসভাপতি খোকন আলী জোয়ার্দ্দার, আলমঙ্গীর শরীফ রোকন, সাধারণ সম্পাদক বসির আহমেদ হিটু, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খোকন, অনলাইন বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন  বিশ্বাস ও বাক্কা ফকিরসহ অনেকে। এ সময় বক্তারা বলেন ক্ষুধা লাগলে যেমন ভাত খেতে হয়, ঠিক তেমনি মন ভালো রাখার অন্যতম মাধ্যম সাংস্কৃতিক চর্চা। সেই সাংস্কৃতির একটি বৃহত অংশ বাউল গান। বাউল গান আমাদের এলাকার অধিকংশ স্থানেই এ চর্চা হয়ে থাকে। কারণ আমাদের এলাকা বাউল অধ্যাষিত এলাকা। তবে খেয়াল রাখতে হবে বাউল চর্চা করতে গিয়ে যেনো কোনভাবেই বাউল সম্প্রদায় কলুষিত না হয়। কারণ অনেকেই আছে নামে বাউল। এই নামে বাউল হওয়ার দরকার নাই। আলোচনসভা শেষে বাউল গান অনুষ্ঠিত হয়। বাউল গানে একাডেমির শিল্পীসহ বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করেন।