চুয়াডাঙ্গা রেলওয়ের সাহেব বাংলোয় আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে দু সহোদরসহ ৪ জন আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলওয়ের সাহেব বাংলোয় আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে দু সহোদরসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ার আজিজুলের ছেলে চলমান এইসএসসি পরীক্ষার্থী তালাত মাহামুদ (১৮) এবং একই এলাকার ফারুক হোসেনের ছেলে চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র রাজু আহাম্মেদ (১৫) ও মৃত শুকুর আলীর ছেলে নয়ন আহাম্মেদ (২৮), তার ছোট ভাই এসএসসি পরীক্ষার্থী মনি আহাম্মেদ (১৬)।

আহতসূত্রে জানা গেছে, গতপরশু সোমবার সকালে তারা রেলওয়ে সাহেব বাংলোর বাগানের একটি গাছে আম পাড়তে গেলে ফার্মপাড়ার জনি, মিঠু, হৃদয় ও মিন্টুর সাথে আম পাড়া নিয়ে তর্কবিতর্ক হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তালাত মাহামুদ, রাজু আহাম্মেদ ও মনি আহাম্মেদ চুয়াডাঙ্গা স্টেডিয়াম থেকে ক্রিকেট খেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রেলওয়ে সাহেব বাংলোর নিকট পৌঁছুলে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকা জনি, মিঠু, হৃদয় ও মিন্টু ধারালো অস্ত্রো ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। ছোট ভাইকে মারছে এমন খবর পেয়ে নয়ন আহাম্মেদ বাড়ি থেকে বেড়িয়ে তাদেরকে প্রতিহত করতে গেলে হামলাকারীরা তাকেও ধারালো অস্ত্রদিয়ে কোপাতে থাকে। এতে রক্তাক্ত আহত হয়ে ৪ জনই মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে গেলে রক্তাক্ত আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে তালাত মাহামুদ ও রাজু আহামেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও নয়ন আহাম্মেদ ও মনি আহাম্মেদ দু ভাইয়ের অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।