চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনাসভায় বক্তারা

নারীপুরুষ ভেদাভেদ না করে সমান সুযোগ করে দেয়ার জন্য সকলের প্রতি আহব্বান

 

স্টাফ রিপোর্টার: ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ব্র্যাক, ওয়েভ ফাউন্ডেশন, সিডিএফ, সুপ্র, আত্মবিশ্বাস, ইম্প্যাক্ট ফাউন্ডেশন, পাস’র সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এ সভার আয়োজন করে। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আঞ্জুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হুসাইন। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী। তাই নারীদের পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য দরকার নারীদেরকে শিক্ষিত করে গড়ে তোলা। বাংলাদেশ সরকার এ সকলদিক বিবেচনা করে বিনামুল্যে বই প্রদানসহ ডিগ্রি পর্যন্ত শিক্ষা বৃত্তি প্রদান করছে। চাকরিসহ সকল ক্ষেত্রে কোটার ব্যবস্থা করেছে। এ সুযোগ বেশি দিন থাকবে না, এ জন্য নারীদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। দেশে বাল্যবিয়ে একটি বড় সমস্যা, এর ফলে নারী শিক্ষার হার কমে, নারী নির্যাতন, বহুবিবাহ, তালাক, মা ও শিশু মৃত্যের হার বৃদ্ধি পায়। ছেলে মেয়ে ভেদাভেদ না করে সমান সুযোগ দিয়ে নারীদের লেখাপড়া শিখিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাহাফুজুর রহমান মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুরুন্নাহার কাকলি, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অডিনেটর নুঝাত পারভীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন আকাঙ্ক্ষার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি, সিডিএফ প্রতিনিধি পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, স্বাবলম্বী নারী সুফিয়া আক্তার লতা, ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জেলা লোকমোর্চার সহসভাপতি রাশেদ উল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সহসমন্বয়কারী আব্দুস সালাম।

এদিকে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের নেতৃত্বে সকাল ১০টায় পৌরভবন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পৌরসভার নারী ও পুরুষ কাউন্সিলর, সূর্যের হাসি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। এরপর পৌর কাউন্সিলর সুলতান আরা রতনার সভাপতিত্বে নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

অপরদিকে বিকেল ৪টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে চুয়াডাঙ্গায় মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯ জন আলোকিত নারীকে সংবর্র্ধনা প্রদান করা হয়। নারীরা কোনো কাজ কর্মে পিছিয়ে নেই। আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে নারীরা আজকের বর্তমান সমাজের সকল স্তরে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জেলার কৃতী নারীদেরকে মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. সেলিম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল ওহাব মল্লিক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। সভাপতিত্ব করেন অ্যাড. এমএম শাহাজাহান মুকুল। সংবর্ধনা দেয়া হয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মোছা. ইলা হক, সাবেক শিক্ষিকা রউফুন নাহার রীনা, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অডিনেটর নুঝাত পারভীন, অ্যাড, মমতাজ খাতুন, অ্যাড. আফরোজা আক্তার, অ্যাড. তানিয়া লাঞ্চ, অ্যাড. রুবিনা পারভীন ও জাকিয়া সুলতানা ঝুমুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, ব্র্যাক দামুড়হুদার শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আ. রশিদ, সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, সুপ্ত নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাসলিমা খাতুন। বক্তব্য রাখেন বন্ধন মহিলা উন্নয়ন সমিতির পরিচালক সালেহা খাতুন, মিতালী নারী কল্যাণ সমিতির সমন্বয়কারী দীন মোহাম্মদ ও ব্র্যাক প্রতিনিধি সোনাভানু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল। আলোচনা শেষে উপজেরা পরিষদ চত্তরে মানববন্ধন রচিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক সহায়তায় ছিলেন অফিস সহকারী হোসনেয়ারা পারভীন।

আলমডাঙ্গা ব্যূরো জানিয়েছে, সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আত্মবিশ্বাস ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় একটি বর্ণাঢ্য ৱ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। ৱ্যালিতে শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা হোসনে আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী বিআরডিবি কর্মকর্তা রকিবুল ইসলাম,বিআরডিবির প্রকল্প কর্মকর্তা মোশারেফ হোসেন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আবু মুসা, ব্র্যাকের উপজেলা হিসাব ব্যবস্থাপনা অফিসার সমির কুমার, ওয়ান স্টপ ক্রাইসেলের প্রোগ্রাম অফিসার হিরোজ কবীর, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অফিসার শ্যামলী আক্তার, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান প্রমুখ।

দর্শনা অফি জানিয়েছে, দর্শনা ওমেন্স ক্লাব এবং মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা পৃথক পৃথকভাবে বিশ্ব নারী দিবস পালন করেছে। দিবসটি পালনের লক্ষ্যে বিকেলে দর্শনা পুরাতন বাজারস্থ ওমেন্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কামরুন্নাহার শাহ রাণী। আলোচনা করেন- ক্লাবের সাধারণ সম্পাদক স্বপ্না, সদস্য শাকিলা মুনসুর, সোহানী মুনসুর, আজাদী ইসলাম, নাজমা, সালেহা, শাহনাজ, শিপ্রা দাস, লিজা আক্তার, মুক্তা, ফারহানা, লাকী পারভীন প্রমুখ। সকাল ১০টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদে সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন- মারুফ আহম্মেদ। আলোচনা করেন- প্রশিক্ষণ সমন্বয়কারী কাজি শফিউল্লাহ, নাজমা পারভীন, নিলুফা খাতুন, গোলাম ফারুক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- দিল তৌহিদা পারভীন ডেইজি।

জীবননগর ব্যুরো জানিয়েছে, এ উপলক্ষে এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে জীবননগর পিচমোড়ে অবস্থিত অফিসে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমান্ত ইউপি সদস্য বুলবুলী বেগমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সুলতানা লাকি। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি ও জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু। এছাড়াও বক্তব্য রাখেন- সীমান্ত ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন ও উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য রেনুকা আক্তার রিতা। ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধর পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন- ব্রেভ প্রকল্পের কর্মকর্তা ফিরোজ হোসেন। এছাড়াও উপজেলায় তৃণমূল পর্যায় থেকে বক্তব্য রাখেন সকিনা বেগম, শাখারিয়ার ফারসিনা আক্তার, রেহেনা আক্তার, গয়েশপুর সার্কেলের সেরা স্বর্ণা খাতুন ও মনোয়ারা বেগম।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসক, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি ৱ্যালি বের করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন ৱ্যালির নেতৃত্ব দেন। ৱ্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি নির্বাহী প্রধান আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাজি আসকার আলী ও জাতীয় মহিলা সংস্থা মেহেরপুর শাখার সভানেত্রী শামীম আরা হীরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শাফিউল আযম, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক হাজি মোশাররফ হোসেন, পূণভবা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া হোসেন, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তিকণা বিশ্বাস প্রমুখ। এর আগে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৱ্যালিতে অংশ নেয়।

এদিকে মেহেরপুর পৌরসভার উদ্যোগে আলোচনাসভা ও ৱ্যালির মধ্যদিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এদিন সকালে পৌর মেয়র মো. মোতাচ্ছিম বিল্লাহ মতুর নেতৃত্বে একটি বিশাল ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি প্রধান সড়ক পথে জেলা শিল্পকলা একাডেমীর মোড় ঘুরে মেহেরপুর হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পৌর মেয়র মো. মোতাচ্ছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আল মামুন, মনিরুল ইসলাম, মনোয়ারা খাতুন, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করছে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালের দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি ৱ্যালি শুরু হয়। ৱ্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের নেতৃত্বে ৱ্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম ফারুক, আপিলউদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা নুর আলম ও মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউদ্দীনসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ। সুশান্তা স্বেচ্ছাসেবী সংস্থা, মেহেরপুর সিডিপি ও ব্র্যাক মুজিবনগর প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা ৱ্যালিতে অংশ নেন। ৱ্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল।

অনুরূপ মুজিবনগর গুড নেইবারস্ বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের নেতৃত্বে অফিস চত্বর থেকে একটি ৱ্যালি শুরু হয়। ৱ্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিডিপি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। ৱ্যালি শেষে অফিস চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা সভাপতিত্ব করেন প্রকল্প ম্যানেজার জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম, সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালন করেছে মেহেরপুর গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি ৱ্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের নেতৃত্বে ৱ্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, ওসি (তদন্ত) মোক্তার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজা, জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহসভাপতি শহিদুল হক বিশ্বাস, আওয়ামী লীগ নেতা হাজি মহসিন আলীসহ সরকারি কর্মকর্তা, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সূর্যের হাসি ক্লিনিক প্রকল্পসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ ৱ্যালিতে অংশ নেন। ৱ্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের ৱ্যালি ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহাকরী কমিশনার মো. হাফিজ আল আসাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শশী পারভীন। উপস্থিত ছিলেন মহেশপুর মহিলা কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, এইড সংস্থার প্রতনিধি জয়নাল ও রফিকুল এবং ব্র্যাকের প্রতনিধি নাহার পারভীন প্রমুখ। সকাল ১০টায় এক বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।

কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, আমরা যদি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং সমাজ থেকে বাল্যবিয়ে বন্ধ না করতে পারি তাহলে আমাদের সকল অগ্রগতির চাকা বন্ধ হয়ে যাবে। সন্তানের বাল্যবিয়ে দেয়া মানে সন্তানকে হত্যা করা। আত্মহত্যা, বহুবিবাহ, খুন-খারাবির মূল্যে বাল্যবিয়ে। তাই আসুন আজ-এখনই প্রতিজ্ঞা করি আমরা আমাদের সন্তানদের বাল্যবিয়ে দেবো না। গতকাল রোববার আন্তর্জাতিক নারী দিবসে উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল একথা বলেন। নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন এবারের আন্তর্জাতিক নারী দিবসে মূল প্রতিপাদ্য এ বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা। বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুন, ঝিনাইদহের বিআরডিবি কর্মকর্তা দুলাল চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিপক কুমার সাহা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম। আলোচনা সভা শেষে আলোর মশাল নামক নাটক মঞ্চস্থ করা হয়।