চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্কুলে বিদায় ও বরণ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী ও নবীন শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য সবুর জাহাঙ্গীর আলম, আশিকুর রহমান, নাসির উদ্দিন, আব্দুল মান্নান, জিল্লুর রহমান, শিউলী খাতুন, পিটিএ কমিটির সহসভাপতি ডা. রাশেদ আহাম্মদ সদস্য ফারহানা আফরোজ, শিক্ষক প্রতিনিধি বিশ্বনার্থ ঘোষ, রিনা পারভিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আবুল কাশেম ও দোয়া পরিচালনা করেন ধর্ম শিক্ষক আব্দুর জব্বার।

বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোতালেব। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান হাজি শাখাওয়াত হোসেন টাইগার। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য এনএম আশিফ মিয়া, আরিফ আহমেদ, মঈনুদ্দিন আহমেদ খাজা ও সাবেক সভাপতি আবু তালেব শেখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম স্বপন।

পাঁচমাইল প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় মাদরাসার সভাপতি আকিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য হাজি আব্দুর রহমান সব্দুল, পরিচালনা পরিষদের  সাবেক  সদস্য হাজি আব্দুর রউফ, সদস্য নাসির উদ্দীন, শফিউদ্দীন, সবুর মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ সুপার মোস্তাফিজুর রহমান।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতিষ্ঠানের সভাপতি হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি আক্তার হোসেন বেগ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এ্যাটম, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন ও অভিবাবক সদস্য মোমিন উল্লাহ। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মিজানুর রহমান ও ১০ম শ্রেণির ছাত্রী তাসতিয়া এবং উষার পরিচালনায় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি রওশন আরা, নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, সহিদুল আলম, আশরাফুল ইসলাম, মজনুর রহমান প্রমুখ।

আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আসমানখালী মাধ্যামিক বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নবনির্বাচিত চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বড়গাংনী তদন্ত্য কেন্দ্রর এসআই জামাল, নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজি হাসেম আলী, আলী রেজা শিলু, খেদের আলী ধুলু বিশ্বাস, এমদাদুল হক ওদুদ, হাফিজুর রহমান, ডা. জালাল, মিটন মিয়া, রহমতউল্লাহ, আরিফ হোসেন, ডাবলু, তোতা মিয়া, আফসার উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ ও মজিবুল হক।

বাড়াদী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার এনায়েতপুর-বাড়াদী আলহাজ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ে ও পোলতাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।

এনাতেয়পুর-বাড়াদী আলহাজ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম লাল্টু, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, দূর্লভপুর ক্যাম্প ইনচার্জ এএসআই শাহীন হোসেন, এনায়েতপুরের কুদ্দুস মেম্বার, শেখ আমিনদ্দিন মেম্বার, ছালমা মেম্বার ও সাজু আহম্মেদ।

এদিকে, পোলতাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার। বিশেষ অতিথি ছিলেন ছানোয়ার মেম্বার, ছিলেন মহীউদ্দিন জোয়ার্দ্দার, ওসমান গনি, খলিলুর রহমান, আবুবক্কর শেখ, মহাতাব জোয়ার্দ্দার, ডা. আব্দুল জলীল, বজলুর রহমান, ফজলুল মোল্লা, গোলাম মোস্তফা, আতিয়ার রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়, বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফেরদাউস রহমান সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আবদুল হামিদ, জয়নাল আবেদীন, মাসুম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালা করেন শিক্ষক মাসুম রেজা।

জীবননগর ব্যুরো জানিয়েছে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী ও নবীন শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আলিম মাদরাসা, পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ে এ বিদায় বরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা আলিম মাদরাসায় ম্যানেজিং কমিটির সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক।

বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন লন্ডন প্রবাসী আতিয়ার রহমান। শিক্ষক পাভেম মেহমুদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহবুব আলম, শিক্ষক বজলুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য বজলুর রহমান ও আবুল কাশেম প্রমুখ। এছাড়াও পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সালাম, শিক্ষক মতিয়ার রহমান, আসাদুজ্জামান প্রমুখ।

অপর দিকে, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০১৭ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সালাউদ্দীন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সোহেল আহম্মেদ প্রদিপ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আশকার আলী, শ্রী সরজিত কুমার, শিক্ষক মমতাজ উদ্দীন, রবিউল হক, আব্দুল মতিন প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার ১০টায় অত্র বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। প্রধান শিক্ষক ইজারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলিপ হোসেন, সদস্য রেজাউল করিম। সঞ্চালনায় ছিলেন শিক্ষক আব্দুল আলিম। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপর দিকে, মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ে বিদয় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। একই দিন বেলা দুপুর ১২টার দিকে বিদ্যালয় চত্বরে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, ইউপি আলীগের সভাপতি মুজিবুর রহমান মধু বিশ্বাস প্রমুখ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভাপ্রাপ্ত) ফারুক হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান (ভাপ্রাপ্ত) আক্কাস আলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক সোহরাব হোসেন। সাংস্কৃতি অনুষ্ঠান শেষে কৃর্তী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনীর আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাংবাদিক মিজানুর রহমান। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মজনুল হক। রবিন কুমার ও আব্বাস উদ্দীন আহম্মেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কামরুজ্জামান লিটন, মোকাদ্দেস আলী, রুবিনা খাতুন  ও রুহুল আমিন প্রমুখ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, কৌতুক ও নাটিকা মঞ্চস্থ করে ছাত্র-ছাত্রীরা।