চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন দুর্গামণ্ডপে শুরু হয়েছে মহানাম যজ্ঞানুষ্ঠান

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নিখরচায় চিকিৎসাসেবা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন দুর্গামণ্ডপে গত সোমবার শুরু হয়েছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান। এ উপলক্ষে বড়বাজার সার্বজনীন দুর্গামণ্ডপ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মার্টিন হীরক চৌধুরী ও ডা. পরিতোষ কুমার ঘোষ।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত বিনামূল্যে এ চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজকদের মধ্যে বড়বাজারে ব্যবসায়ী কিশোর কুমার কুণ্ডু জানান, মঙ্গলবার অরুণাদয় হতে আট প্রহরব্যাপি চলবে নাম সংকীর্তন। আজ বুধবার মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা এবং বেলা ১০টায় পদাবলী কীর্তন ও শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।