চুয়াডাঙ্গা বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানসহ ব্যাক্তি উদ্যোগে ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানসহ ব্যক্তি উদ্যোগে গতকাল বিভিন্ন স্থানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মেহেরপুর ইসলামী ব্যাংক, আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের মোচাইনগরে এতিমখানা লিল্লাহ বোডিঙে হাফিজ মোহাম্মদ মুন্সি তুহা রানার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে খবর পাওয়া গেছে। এছাড়া মুজিবননগরে ডা. জামাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে গতকাল ইফতার বিতরণ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার শ্রীমন্ত টাউন হরে জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির অন্যথম সদস্য শহিদুল ইসলাম টিলু। বিশেষ অতিথি ছিলেন জেলা ব্নিপের সদস্য শহিদুল ইসলাম রতন, অ্যাড. শামীম রেজা ডালিম, আবু জাফর মন্টু, রেজউল করিম মুকুট, ফজলুর রহমান, শেখ সাইফুল ইসরাম, আবু আলা শাসুজ্জামান। উপস্থিতির মধ্যে অন্যতমরা হলেন, সুশীল কুমারি, মোমিন মাস্টার, আনজু মনোয়ারা, ইসরাফ হোসেন, আনোয়ার হোসেন, মাহমুদুল হক পল্টু, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ফেরামের নেতা অ্যাড. আসাদুর গণি সালাম, অ্যাড. আনসার আলী, অ্যাড. বদিউজ্জামান, জেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক, সাবু তরফদার, সহ সভাপতি মোশরাফ হোসেন, জেলা জাসাসের সভাপতি শহিদুল হকবিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক মোকারম হোসেন, নরুল ইসলাম চেয়রম্যান, ইসলাম উদ্দীন, নূর নবী ছামদানী, রমজান আলী, জাহিদ টিপু, জেলা যুবদলের সদস্য আশরাফ বিশ্বাস, মিল্টু, আরিফুজ্জামান পিণ্টু, রবিউল ইসলাম লিটন, সেলিম রেজা সবু, ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক এমএ তালহা, যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, তৌফিক খান, কৃষকদল নেতা বেরাহান উদ্দীন, লাড্ডু খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, জেলা কৃষকদলের সাদারণ সম্পাদক নাজমুস সালেহীন লিটন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন কৃষকদলের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামানদুদুসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবি জানান।

দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল নূর জামে মসজিদের পেশইমাম মো. জসিম উদ্দীন। এ ইফতার মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ককে উপস্থিত থাকতে দেখা না গেলেও দলীয় নেতাকর্মীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় সাংবাদিক ও সুধিবৃন্দের অনেকেই বিএনপির গতকালের ইফতার মাহফিলে শরিক হন।

এদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মো. শাহজাহান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার ভোজন বিলাস হোটেলে পৌর ছাত্রদলের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শাহজাহান খানের পরিচালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদল নেতা রোকনুজ্জামান রোকন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক হাজি রবিউল ইসলাম, প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহিদ মোহাম্মদ রাজীব খান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক, তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, জাতীয়তাবাদী নাগরিক দলের সাধারণ সম্পাদক বিলু জোয়ার্দ্দার।

ঘোলদাড়ি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার নাগদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভোলারদাড়ি গ্রামে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা আইনজীবী সমিতির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. অহিদুল আলম মানি, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, আলমডাঙ্গা থানা বিএনপির সভাপতি মজিবার রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আহম্মেদ, আলমডাঙ্গা পৌর বিএনপির সেক্রেটারি আজিজুর রহমান পিন্টু, নাগদহ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শিহাবুল ইসলাম শিহাব, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাগদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ হেবা।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন হাফিজ মোহাম্মদ মুন্সি তুহা রানার সহযোগিতায় মোচাইনগর এতিমখানা ও লিল্লাহ বডিঙে ইফতার মাহফিল দোয়া, আলোচনাসভা দুস্থ ও এতিমদের মধ্যে পোশাক বিতরণ করা হয়। গতকাল শনিবার বিকেল ৪টায় ইফতার মাহফিল দুস্থ ও এতিমদের মধ্যে পোশাক বিতরণ উপলক্ষে আলোচনাসভায় এতিমখানার সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোচাইনগর হাফিজিয়া মাদরাসার সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, হাফিজ মোহাম্মদ মুন্সি তুহা রানা, ইউপি সদস্য লিমন হোসেন রাজা, আব্দুল কুদ্দুস বিশ্বাস, মুন্সি আবু তাহের, আহসান হাবীব, সলিমুল্লাহ, রমজান আলী বাবলু, নজরুল ইসলাম, রেজওয়ানুর রহমান, মুন্সি সেলিম রেজা, আবু সাঈদ বিশ্বাস, হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ ছিদ্দিকুর রহমান, হাজি আমজাদ হোসেন, আব্দুল বাকী আজাদ, আশরাফুল ইসলাম শান্তি প্রমুখ। আলোচনা শেষে ২১ জন এতিম ও ১৯ জন দুস্থদের মাঝে নতুন পাঞ্জামি-পাজামা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এতিমখানার মুহতামিম হাফেজ সাহাবুল ইমলাম।

মেহেরপুর অফিস জানিয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনাসভা এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক এএইচএম মোস্তফা কামাল। অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহাম্মদ বিজন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ মো. আসকার আলী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও বাইতুল ফালাহ জামে মসজিদের পেশইমাম সিরাজ উদ্দীন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুরের মুজিবনগর ডা. জামালউদ্দীন ফাউন্ডেশনের আয়াজনে ৩শ ৫০ জন অসহায় দুস্থ রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ডা. জামালউদ্দীন ফাউন্ডেশন দারিয়াপুর অফিস চত্বরে এ ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোস্তফা মো. গোলাম মোর্তুজা। আরো উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন সম্পাদক সাকিল আহাম্মেদ ও জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অফিস সহকারী আনিসুর রহমান।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলা ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার ছাত্রলীগের ইফতার মাহফিল ও ধানখোলা ইউপি সম্মেলন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের সঞ্চানায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সানোয়ার হোসেন, যুগ্মসম্পাদক রেজা, উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক সুমন রেজাসহ নেতৃবৃবৃন্দ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর বায়োডাটা সংগ্রহ করা হয়। পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে বলে জানান উপজেলা ছাত্রলীগ সভাপতি।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা বাস- ট্রাক মোটরমালিক সমিতি গতকাল শনিবার এক ইফতার পার্টির আয়োজন করে। জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, সাংবাদিক, সুধি ও মালিক সমিতির সদস্যদের সম্মানে এ ইফতার পার্টি আয়োজন করা হয়। জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল।

জীবননগর উপজেলা বাস-ট্রাক মোটরমালিক সমিতির সভাপতি কাজি হাসানুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাবুল ইসলাম মিল্টনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পার্টিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু। এছাড়াও ইফতার পার্টিতে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, যুগ্মসাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, হাসাদাহ ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুজিবুর রহমানও নজরুল ইসলাম প্রমুখ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।