চুয়াডাঙ্গা পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্প বিষয়ে এডিবি প্রতিনিধির মতবিনিময়সহ সাইট পরিদর্শন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতাভুক্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রম পৌর পরিষদের সাথে গতকাল মতবিনিময়সভায় মিলিত হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার সকার ১১টায় পৌরসভা মিলনায়তনে মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

এডিবি প্রতিনিধি অঞ্জেলা গোমেন ও ফিলিপিন্সের ম্যানিল্যান্ডের প্রতিনিধিদল প্রকল্পভুক্ত কার্যক্রম পরিদর্শনও করেন। পরিদর্শনকালে ও মতবিনিময়সভায় প্রকল্পভুক্ত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ম্যানিল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলনেতা রায়হান। উপস্থিত ছিলেন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ সেক্টর প্রকল্পের ব্যবস্থাপক জামানুর রহমান, শর্মিষ্টা দেবনাথ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ঢাকা। মতবিনিময়ে পৌর পরিষদের সকল সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে প্রতিনিধিদল চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন প্রকল্পভুক্ত এলাকা পরিদর্শন করে। প্রতিনিধিদল পৌরসভায় পৌছুলে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।