চুয়াডাঙ্গা পৌরসভার তালতায় পানির পাইপ স্থাপন কাজের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর সরবরাহকৃত পানির সম্প্রসারিত পাইপ স্থাপনের আওতা একের পর এক বেড়েই চলেছে। হাজরাহাটির পর গতকাল রোববার সকাল ১০টায় তালতলার গাজনতলা মোড়ে পাইপ স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

জানা গেছে, ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পভুক্ত চুয়াডাঙ্গা পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে পৌরসভার ৬নং ওয়ার্ডের তালতলা গাজনতলা মোড়ে পানি সরবরাহের পাইপলাইন স্থাপনের কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরজ আলী শেখ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী (পানি) এএইচএম সাহীদুর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রাক্কলনিক নাজিবর রহমান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ডিটি কনস্ট্রাকশনের প্রোপাইটার ওয়ায়েচ করুনী টিটু, চুয়াডাঙ্গার অন্যান্য ঠিকাদারদের মধ্যে বাদল, টুইচ, পিন্টু প্রমুখ।

প্রথম পর্যায়ে তালতলা গ্রামের আড়াই কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। চুয়াডাঙ্গা পৌরসভা পাইপলাইন স্থাপনের মাধ্যমে ১৯৮৫ সাল থেকে পানি সরবরাহ হয়ে আসছে। কিন্তু ৬নং ওয়ার্ডের তালতলা গ্রামে ইতঃপূর্বে কোনো পানি সরবরাহের পাইপ ছিলো না। প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, এলাকাবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় উপস্থিত এলাকাবাসী মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ধন্যবাদ জানান। একই সাথে সকল প্রকার উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, সম্প্রতি হাজরাহাটি গ্রামে পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।