চুয়াডাঙ্গা পৌরবাসী বেওয়ারিশ কুকুরের উৎপাতে অতিষ্ঠ

স্টাফ রিপোর্টার: বেওয়ারিশ কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গা পৌরবাসী। বেশ কিছুদিন ধরে শহরের রাস্তায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। এসব কুকুরের কামড়ে বেশ কিছু পথচারী আহত হয়েছেন। তবে পৌর কর্তৃপক্ষ কুকুর নিধনে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না।

জানা গেছে, কয়েক বছর আগে পৌরসভার উদ্যোগে বিভিন্ন পাড়া মহল্লায় কুকুর মারা হলেও এখন আর তা দেখা যায় না। আর সেই কারণে কুকুরের উৎপাত বেড়েই চলেছে। পৌর এলাকায় কয়েকশ কুকুর রাস্তাঘাট দাপিয়ে বেড়াচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারী হেঁটে গেলেই পিছু নিয়ে কামড়ে দিতে যায়। কুকুরের ভয়ে ছোট বাচ্চারা একা একা রাস্তায় বের হতে চাই না। এভাবে অনেকেই কুকুরের কামড়ে আহত হয়েছেন। চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া, এতিমখানা পাড়া, রেলবাজার, রেলপাড়া, সাতগাড়ি, ফার্মপাড়া, নূরনগর, মসজিদপাড়াসহ বিভিন্ন এলাকায় কুকুরের বিচরণ সবচেয়ে বেশি। এছাড়া ডিসি কোর্ট, জজকোর্ট বাউন্ডারিতে কুকুরের রয়েছে অবাধ বিচরণ। অনেক জায়গায় ১০-১৫টি কুকুর একসাথে বসে মহড়া দেয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন বলেন, কুকুরের ব্যাপক আমদানি হয়েছে। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, হাইকোর্টের আদেশের কারণে কুকুর মারা যাচ্ছে না।