চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন মুদি দোকানে নৈশপ্রহরীর উপস্থিতিতেই চুরি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে দোকানের মালিক ইসাহক মণ্ডল জানান। তিনি আরও জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল বুধবার সকালে এসে দেখেন দোকান ভাঙা। মালামাল এলোমেলোভাবে ছড়ানো। দোকানটি স্টেডিয়ামের গা ঘেঁষে। তাই গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল তার দোকানের নিচের অংশের মাটি খুড়ে ঢুকে পেছনের দিকে যায়। পরে দোকানের পেছনের অংশ ভেঙে তারা ভেতরে ঢোকে। এ সময় দোকানে থাকা ক্যাশ বক্স ভেঙে প্রায় ৭ হাজার টাকা, প্রায় ১৭ হাজার টাকার বিভিন্ন কোম্পানির সিগারেট ও খাদেমুল ইসলাম মাদরাসার একটি দান বক্স চুরি করে নিয়ে যায়। বিষয়টি ওই এলাকার নৈশপ্রহরী হাউস আলীকে জিজ্ঞেস করলে তিনি চুরির বিষয়ে কিছুই জানেন না বলে এড়িয়ে যান। তবে স্থানীয়রা বলছেন, স্টেডিয়াম এলাকায় নৈশপ্রহরী থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে কিভাবে চুরির ঘটনা ঘটলো? তার উপস্থিতিতে ওই চুরি হয়েছে বলে আশঙ্কা করছেন অনেকেই। পরে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান দোকান মালিক।