চুয়াডাঙ্গা নীলমণিগঞ্জের আব্দুল বারীর ইন্তেকাল : বাজার কমিটির শোক


সদরুল নিপুল: চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী গ্রামের আব্দুল বারী আর নেই। গতপরশু বুধবার বিকেলে নীলমণিগঞ্জ বাজারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। বোয়ালমারী গ্রামের বটতলাপাড়ার মৃত বানাত আলী শেখের ছেলে আব্দুল বারী বুধবার বিকেলে নীলমণিগঞ্জের টবাজারের খাজনা আদায় করার জন্য বাড়ি থেকে বের হন। গতপরশু বেলা সাড়ে ৩টার দিকে নীলমণিগঞ্জের টবাজারের কাঁচামাল ব্যবসায়ী বাবলুর দোকানে বসার পরপরই হঠাৎ অসুস্থবোধ করেন। এক পর্যায়ে তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মরহুম আব্দুল বারী চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক হাবীবুর রহমান শেখনের চাচা। গতকাল সকাল ১০টায় জানাজা শেষে বোয়ালমারী গ্রামের জান্নাতুল মওলা গোরস্তানে মরহুমের লাশ দাফন করা হয়। নীলমণিগঞ্জ বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার, সেক্রেটারি সাজু মিয়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন।