চুয়াডাঙ্গা দোস্ত গ্রামের রোজিনাকে পাচারের অভিযোগ স্বামীর

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দোস্ত গ্রামের গৃহবধূ রোজিনাকে ফুঁসলিয়ে পাচারের অভিযোগ উঠেছে। একই গ্রামের গরু ব্যবসায়ী মিজানুর তাকে পাচারের উদ্দেশে ঢাকায় নিয়ে গেছেন বলে রোজিনার স্বামী ভ্যানচালক মন্টু অভিযোগ করেছেন। তিনি স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য গ্রামের প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরছেন। এ ঘটনার নেপথ্যে এক মাতবর কলকাঠি নাড়ছেন বলে তার অভিযোগ।

অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের মোল্লাপাড়ার ভ্যানচালক মনোরদ্দিন ওরফে মন্টুর অভিযোগ করেছেন, তার স্ত্রী রোজিনাকে  গত রোজার ভেতর পাচারের উদ্দেশে ফুঁসলিয়ে ভাগিয়ে নিয়ে যান একই গ্রামের গরুব্যবসায়ী ইছাহাক প্রধানের ছেলে মিজানুর রহমান। এ বিষয়ে মন্টু গ্রামের মাতবরদের জানালে তা আমলে নেন না তারা। মন্টু চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডিও করেন।