চুয়াডাঙ্গা দক্ষিণ হাসপাতালপাড়ার বেশ কিছু পরিবার পানিবন্দি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দক্ষিণ হাসপাতালপাড়ার কয়েকটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই তাদের বাড়ে ভোগান্তি। এ দশা থেকে মুক্তি চান তারা। একটু বৃষ্টি হলেই তারা পানিতে আটকা পড়েন। বছরের পর বছর তারা এই দুর্ভোগের শিকার হলেও চুয়াডাঙ্গা পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তাদের অভিযোগ।

এ পাড়ায় বসবাসকারী শামসুল আলম বকুল, আলাউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও ফরজ আলী অভিযোগ করে বলেন, একটু বৃষ্টি হলেই আমরা পানিবন্দি হয়ে পড়ি। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় আমরা বছরের পর বছর দুর্ভোগের শিকার হচ্ছি। বিষয়টি চুয়াডাঙ্গা পৌর কর্তৃপক্ষ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করেন তারা।