চুয়াডাঙ্গা জেলা সমিতির নৌ-বিহার উপলক্ষ্যে প্রস্তুতি সভা

 

 

স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতি নৌ-বিহারের আয়োজন করেছে। চলছে কুপন বিতরণের কাজ। নৌ-বিহারে শুধু খানা-পিনাই নয়, থাকবে র‌্যাফেল ড্র কুইজও। এ কুইজের উপহার সামগ্রী কেনার জন্য ইতোমধ্যেই ১৪ হাজার টাকা দিয়েছেন সমিতির সহসভাপতি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম।

সমিতির তরফে জানানো হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি সমিতির সভাপতি কাজি সিরাজুল হকের সভাপতিত্বে সমিতির অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সমিতির উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুস্থতা কামনা করাহয়। একই সাথে চুয়াডাঙ্গায় যারা মারা গেছেন তাদের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সভার কার্যক্রম শুরু হয়।

নৌ-বিহার উপলক্ষে প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী জহির উদ্দিন মল্লিক তার বক্তব্যে বলেন- জাহাজ ভাড়া করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কুপন বিতরণের কাজ চলছে। ৬০০ জনের খাবারের মেন্যু নির্ধারণ করা হয়েছে। ১১ ফব্রুয়ারির সভায় প্রস্তুতির সকল বিবরণী পেশ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা- শামসুজ্জামান দুদু, মীর্জা সোহরাব মাহমুদ, মীর কাশেম, অতিরিক্ত সচিব মজিবুর রহমান, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, সমিতির সহ-সভাপতি ব্রিগেডিয়ার মো. গোলাম হোসেন, সাধারণ সদস্য মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান আলী, অর্থ সম্পাদক ফরিদুল হক রতন, ক্রিড়া সম্পাদক মো. শামসুল আরেফিন বিশ্বাস, ছাত্র-বিষয়ক সম্পাদক রিপনুল হাসান, মহিলা-বিষয়ক সম্পাদক রওনক জাহান, সাংস্কৃতিক সম্পাদক কাজল মাহমুদ, প্রচার সম্পাদক গোলাম কাওছার,  নির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন স্বপন, নির্বাহী সদস্য সালমা পারভীন জুথি, নির্বাহী সদস্য আবু জাফর সিদ্দিকী, নির্বাহী সদস্য প্রকৌশলী শেখ শাফায়েতুর রহমান,  নির্বাহী সদস্য ফারুক মাহমুদ প্রমুখ।