চুয়াডাঙ্গা জেলা শাশিস’র ত্রিবার্ষিক কমিটি গঠন সম্পন্ন

সভাপতিসাধারণ সম্পাদকক্যাশিয়ার পদে গোপন ব্যালটে ভোট প্রদান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষক সমিতির তিন বছর মেয়াদী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার চার উপজেলার ৫৭ জন শারীরিক শিক্ষক দিনব্যাপি আলাপ-আলোচনা ও গোপন ব্যালটের মাধ্যমে এ কমিটি গঠন সম্পন্ন করেন। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা চেম্বার ভবনে কমিটি গঠন কার্যক্রম চলে। ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অন্য সকল পদে প্রার্থী সিলেকশন করা গেলেও ভাইটাল পদ সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার পদে একাধিক প্রার্থী হওয়ায় শেষ পর্যন্ত গোপন ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে প্রার্থী নির্বাচন নিশ্চিত করা হয়। জেলা কমিটির সভাপতি পদে চুয়াডাঙ্গা আদর্শ বালিকা বিদ্যালয়ের রউফুন নাহার রীনা, সাধারণ সম্পাদক পদে চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার রকিবুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে চুয়াডাঙ্গা একাডেমির ফিরোজ আহম্মেদ নির্বাচিত হন। অন্যান্য পদে যারা উপস্থিত সকলের কণ্ঠভোটে নির্বাচিত হন তারা হলেন- সাংগঠনিক সম্পাদক পদে ফজলুল হক মালিক লোটন, সহসভাপতি পদে মহসিন কামাল, আ. আজিজ, ফারুক হোসেন। যুগ্মসাধারণ সম্পাদক পদে আ. সালাম, আ. রাজ্জাক, মিরাজুল ইসলাম। সহসাংগঠনিক সম্পাদক পদে রেবেকা পারভীন, সৈয়দ মাসুদুর রহমান। প্রচার সম্পাদক পদে মোহাম্মদ আলী সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক পদে আহসান হাবিব, দপ্তর সম্পাদক পদে হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক পদে খাইরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে শামসুন্নাহার শীলা, ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক পদে ইখতিয়ার আহম্মেদ, শরিফুজ্জামান লাকী, ধর্মীয় সম্পাদক পদে মাহমুদুল হাসান, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে জিয়ারুল রহমান ও আ. রহিম মনোনীত হন। এছাড়া সদস্যপদে প্রতি উপজেলার ৭ জন করে ২৮ জন সদস্যসহ সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আলমডাঙ্গা ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের আলী হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমির দিলরুবা খুকু।