চুয়াডাঙ্গা জেলা যুবদলের একাংশের নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভায় কর্নেল কামরুজ্জামান

সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার: সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন, পিলখানায় বিডিআর বিদ্রোহে প্রাণে বেঁচে যাওয়া লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান। তিনি বলেছেন, আওয়ামী লীগ খুব ভালো করেই জেনে গেছে আগামীতে জনগণ তাদের কি রায় দেবে?

তিনি গতকাল সন্ধ্যায় জেলা যুবদল আয়োজিত মতবিনিময়সভায় প্রধান বক্তার বক্তৃতাকালে এ কথা বলেন। চুয়াডাঙ্গা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মফিজুর রহমান মনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবিএম হাসান হাসু বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুবদলের ভূমিকার কথা স্মরণ করিয়ে বলেন, অতীতের মতো আগামীতেও কঠোর সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবো। আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলী হোসেন, প্রচার সম্পাদক আব্দুল ওহাব মল্লিক, সহপ্রচার সম্পাদক রেজাউল করিম মুকুট ও যুবদল নেতা খন্দকার আব্দুর জব্বার সোনা। বক্তব্য রাখেন- যুবদল নেতা তানজিলুর রহমান, মনিরুজ্জামান লিপটন, তারিকুল আলম বিলু, মিলন রেজা ও রনি।