চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলীয় কার্যালয়ে সাইনবোর্ড উত্তোলন ও আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলীয় কার্যালয়ে সাইনবোর্ড উত্তোলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৩টার দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও কেন্দ্র কাযনির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দীক বকুল। যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মণি। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, জেলা কমিটির সম্মনিত সদস্য আরশেদ আলী কালু, মোজাম্মেল হক বিশ্বাস, রহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আতিয়ার রহমান, সেলিম মিয়া, জিয়াউর রহমান, নূর মাহামদ ও চুয়াডাঙ্গা সদর থানা আহ্বায়ক সাজিবার রহমান, যুগ্মআহ্বায়ক আবু ছালেহ, জীবননগর পৌর আহ্বায়ক ছানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, দর্শনা পৌর যুগ্ম আহ্বায়ক হারেজ উদ্দিন ডাবলু, দামুড়হুদা থানা আহ্বায়ক পিয়ার মাহাম্মুদ, যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান, চুয়াডাঙ্গা পৌর আহ্বায়ক নূর ইসলাম বুদো, যুগ্ম আহ্বায়ক মুন্সি আব্দুল হাকিম, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, আলমডাঙ্গা থানা সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হেবা, জেলা সদস্য ওহিদুল ইসলাম, আকবর আলী, লুৎফার রহমান বাবু, টুটুল সাহ, আলাউদ্দিন, আল মামুন, মোবারক হোসেন মোবা, আব্দুল মালেক প্রমুখ।
সভায় সকল নেতকর্মীর উদ্দেশে সভাপতির বক্তব্যে আবু বকর সিদ্দীক বকুল বলেন, কোনো ব্যক্তির তাবেদারীত্য বা তুয়ামদী নয়, মূল দলের সমন্বয়ে নিজ নিজ গতিতে সংগঠনের জন্য কাজ করতে হবে। যে কাজ করে সেই নেতা, সকল দল চেইন অ্যান্ড কমান্ড মেনে চলার ও নিজ নিজ দল সুসংগঠিত করার আহ্বান রেখে প্রতিটি নেতাকর্মীকে জানা বা মনে রাখা উচিত। প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের আলাদা আলাদা গঠনতন্ত্র রয়েছে তা সবাইকে মেনে চলতে হবে। মৎসজীবী দল নিয়ম ও আদর্শ মেনে নিজ দলও নেতার প্রতি শ্রদ্ধা রেখে নেতার নির্দেশে ও নিজ গতিতে দল গঠন ও প্ররিচালিত করে। দলের সকল নেতাকর্মীকে ব্যক্তিনীতি বাদ দিয়ে নীতি ও আর্দশ ঠিক রেখে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মূল দলের সকল নেতাকর্মীকে দেশ দলের এ ক্লান্তিলগণে সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে হবে। জাতীয়তাবাদী শক্তির বিবেক হিসেবে নিজেদেরকে দাঁড় করে দেশ জাতীয় ও দলের স্বার্থে সকল জাতীয়তাবাদী শক্তিকে উদ্বুদ্ধ ও যাগরত করে কেন্দ্র নির্দেশনা ও আন্দোলন সংগ্রামের অপেক্ষায় সু-সংগঠিত হওয়ার অনুরোধ জানান তিনি।