চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে সংগঠনটি। সকালে জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করেন তারা। পরে আলোচনাসভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি ফকির মীর মহিউদ্দিন শাহ ও ফকির মুসলিম উদ্দিন জুড়োন শাহ’র নেতৃত্বে র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে সংগঠনের স্থায়ী কার্যালয় সদর উপজেলার শৈলগাড়ি গ্রামে সাধুসংঘ ও সাধুভোজ অনুষ্ঠিত হয়। পরে সেখানে বাউল গানের আয়োজনে জেলার বাউলশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন মুসলিম উদ্দীন জুড়োন শাহ। দুপুরে দরবারে আলোচনাসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অ্যাড. মানি খন্দকার। বিশেষ অতিথি ছিলেন এপিপি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. জালাল উদ্দীনসহ রুহুল আমিন, নবীছদ্দিন, সামসুল, ফজলু, আকুল, শান্ত, আমির হোসেন, মনির হোসেন, সঞ্জিত, শহিদুল ইসলাম প্রমুখ। আলোনাচনা সভার উপস্থাপনায় ছিলেন তৌহিদ হাসান। প্রেসবিজ্ঞপ্তি।