চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন।

ইসলাম রকিবঃ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা ভিজে স্কুল(চানমারী মাঠ) মাঠে প্রতিযোগিতার আনুষ্টানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এর পর দিনব্যাপী চলে ৩৩টি ইভেন্টের প্রতিযোগিতা। চুয়াডাঙ্গা জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তান,কর্মচারী ও কর্মকর্তারা বয়স ভিত্তিক এ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস নিজেই বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রথম স্থান অধিকার করেন। সকল ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জুমানারা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে সকলের হাতে পুরস্কার তুলেদেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ ছাড়া বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেখ হামিম হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আঃ রাজ্জাক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ কামরুল ইসলাম সহ জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। পুরস্কার বিতরণ অনুষ্টানটি উপস্থাপনা করেন এনডিসি মুনিবর রহমান। ইভেন্টগুলো পরিচালনা করেন ওয়ালিউল্লাহ সিদ্দিক, ওবাইদুল হক জোয়ার্দ্দার,ইকতিয়ার আহম্মেদ,ফজলুল হক,ইসলাম রকিব ও ফিরোজ উদ্দিন। ইভেন্টেগুলো পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসনের এও মেহেদী মাসুদ,নাজির আইনাল হক ও ওমরফারুক ।