চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক আবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া জেলার পরিচালক আব্দুল গাফফার। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় পরিচালক আবুল হাসান বলেন, দুর্নীতিতে আমাদের দেশ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে আমরা ভয়াবহ দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে ১৪তম স্থানে রয়েছি। তার মানে এই নয় যে আমরা দুর্নীতি কমিয়ে দিয়েছি। দুর্নীতির আরো বিস্তার ঘটেছে। দেশের উন্নয়ন হচ্ছে ঠিকই, তবে দুর্নীতি কমেনি। তিনি জেলার প্রতিটি বিদ্যালয়ে স্বল্প পরিসরে হলেও ছাত্র-ছাত্রীদের নিয়ে সততা সংঘ গঠনের আহ্বান জানান। যাতে এই শিক্ষার্থীরা দুর্নীতির কুফল সম্পর্কে জানতে পারে। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, সদস্য সচিব রেবেকা সুলতান, সদস্য মাহবুল ইসলাম সেলিম, সদস্য সাংবাদিক রাজীব হাসান কচি, বিপুল আশরাফ, আলমডাঙ্গা উপজেলা কমিটির সাধারণ  সম্পাদক শামিম রেজা প্রমুখ। বক্তারা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে। সেখানে আমরা যারা এ কমিটির সদস্য, চেয়ে দেখা ছাড়া আমাদের করার কিছুই থাকে না। অনুষ্ঠানে জেলা কমিটি, উপজেলা কমিটি ও সততা সংঘের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।