চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বারের উন্নয়নে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া সদ্যপ্রয়াত আইনজীবী মো. শাহাবুদ্দীনসহ ৪৭ জন আইনজীবীদের স্মরণে দোয়া অনুষ্ঠান হয়। সভায় জেলা আইনজীবী সমিতির কল্যাণ তহবিল থেকে আইনজীবীদের চিকিতসার জন্য প্রাপ্ত স্লাবের শতকরা ১০ ভাগ টাকা পাবেন। ১ নভেম্বর থেকে আইনজীবী সমিতির নির্ধারিত ২০ টাকা মূল্যমানের স্টিকার এফিডেফিটে ব্যবহার করতে হবে। নোটারি পাবলিক ও ম্যাজিস্ট্রেটের নিকট সম্পাদনকৃত এফিডেফিটে এই স্টিকার ব্যবহৃত হবে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হবে। এক্ষেত্রে কেউ এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সঞ্চালনায় সাধারণ সভায় এসএম ইমদাদ হোসেন, মোসলেম উদ্দিন, সেলিম উদ্দিন খান, মোল্লা আব্দুর রশীদ (জিপি), অ্যাড. নুরুল ইসলাম, এসএম রফিউর রহমান, নুরুল ইসলাম, শামসুজ্জোহা (পিপি), মারুফ সরোয়ার বাবু, ওয়াহেদুজ্জামান বুলা, আসম আব্দুর রউফ, শামীম রেজা ডালিম, মইনুদ্দিন মইনুল, শহীদুল হক, বদিউজ্জামান, আকরাম হোসেন, শফিকুল ইসলাম, আকাসিজুল ইসলাম রতন, ফজলে রাব্বী সাগর ও আহসান আলী বক্তব্য রাখেন। সভায় কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন।