চুয়াডাঙ্গা জীবননগরে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর মউকের আবেদন প্রেরণ

আমঝুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের এসএসসি পরীক্ষার্থীকে ৩ বন্ধু মিলে গণধর্ষণের ঘটনার সংবাদ দৈনিক মাথাভাঙ্গাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলে স্থানীয় মানবধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর দৃষ্টিগোচর হয়। পাশাপাশি ধর্ষণ ঘটনার সমালোচনা করা হলে আলীপুর গ্রামের দোকানি জামাল হোসেনকে আসামি পক্ষ মারধর করে। ফলে অত্র সংস্থার নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম এ গণধর্ষণের সাথে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ, জীবননগর বরাবর লিখিত জরুরি আবেদন করেছেন। একই সাথে ধর্ষিতাকে সকল ধরনের নিরাপত্তা ও আইনগত সহযোগিতা প্রদানে চুয়াডাঙ্গার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।