চুয়াডাঙ্গা জিমনেসিয়ামের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন: মোতালেব-ইলিয়াস পরিষদের জয়লাভ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জিমনেসিয়ামের ত্রি-বার্ষিক নির্বাচনে মোতালেব-ইলিয়াস পরিষদ ১৩টি পদের মধ্যে ১২টিতেই জয়লাভ করেছে। গতপরশু শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গার পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজে গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২৮টি ভোটের মধ্যে ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১০টি ভোট বাতিল হয়। ১১১টি বৈধ ভোটের মধ্যে সভাপতি পদে আব্দুল মোতালেব ৮৩টি ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের মো. ইলিয়াস হোসেন ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কশিমনার হিসেবে দায়িত্ব পালন করেন কাইজার হোসেন জোয়ার্দ্দার, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এসএম তসলিম আরিফ বাবু, মো. ফুরকান আলী ও মো. আব্দুল ওয়াহেদ।

নির্বাচনে একটি পদ ছাড়া বাকি সবগুলোতে পরাজিত হয়েছে শিমুল-শামীম পরিষদ। যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সিনিয়র সহসভাপতি পদে শাওয়াত হোসেন আশা, সহসভাপতি পদে মঈনুল হোসেন হারুন, সহসম্পাদক পদে নূর হোসেন, কোষাধ্যক্ষ মো. সাজেদুর রহমান মুক্তার, প্রচার সম্পাদক পদে মো. আব্দুল বারী, দফতর সম্পাদক পদে গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে মাহবুব আলম রিংকু জোয়ার্দ্দার, সহসাংগঠনিক সম্পাদক পদে ডা. জাম্মী ও নির্বাচিত সদস্যরা হলেন যথাক্রমে আব্দুর রাজ্জাক, মতিউর রহমান, ওয়ালিউর রহমান জোয়ার্দ্দার পাভেল।

নব নির্বাচিতরা সংগঠনের সমৃদ্ধতা অর্জনে সর্বস্তরের সহযোগিতা চাওয়ার পাশাপাশি নির্বাচিত করাই ভোটার সাধারণকে ধন্যবাদ জানিয়েছেন।