চুয়াডাঙ্গা গিজলগাড়িতে নারকেল গাছ থেকে পড়ে স্কুল ছাত্র আহত

স্টাফ রিপোর্টার: নারকেল গাছ থেকে পড়ে চুয়াডাঙ্গার হিজলগাড়ি কিন্ডারগার্টেনের ৪র্থ শ্রেণির ছাত্র ইফতেখার আহমেদ ইফতি গুরুতর আহত হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের কোটালী পুর্বপাড়ার সাদিকুর রহমান সাকিলের একমাত্র সন্তান। গতকাল বিকেলে আশঙ্কাজনক অবস্থায় ইফতিকে (১২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইফতেখার আহমেদ ইফতি গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে তাদের বাড়ির নারকেল গাছে ওঠে নারকেল পাড়তে। গাছের কোলঘেষে ছিলো ইটের পাচিল। হঠাৎ পাঁ পিছলে পাচিলের ওপর আছড়ে পড়ে রক্তাক্ত আহত হয় ইফতি। পরিবারের অন্যান্য সদস্যরা ইফতিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। ইফতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডা. তারিক হাসান শাহীন উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকাল বিকেলে ইফতিকে রাজশাহী নেয়া হয়েছে।