চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৩ দফা দাবিতে ইউনিয়ন পরিষদ সচিবদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৩ দফা দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি পশে করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী মাননবন্ধন শেষে তারা জেলা প্রশাসকে সায়মা ইউনুসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন, সহসভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমানসহ জেলার সকল ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বাপসা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন বলেন, জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছাতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। ডিজিটাল বাংলাদেশ ও রূপকল্প ২০২১ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। একজন ইউনিয়ন পরিষদের সচিব সকল নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানামুখী সেবা দিয়ে থাকেন। তাই ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে সচিবরা অগ্রণী ভূমিকা রাখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৪ হাজার ৫৭১ জন সচিবদের ৩ দফা দাবি বাস্তবায়ন করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার সুযোগ প্রদান করবেন বলে আশাবাদ করেন তিনি। বাপসা সমিতির ৩ দফা দাবিগুলোর হলো-ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলের কর্মকর্তা মর্যাদা প্রদান, বেতন, বোনাস, আনুতোষিক, ল্যামগ্রান্ট, শ্রান্তিবিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ শতভাগ সরাকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা এবং ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান।
মেহেরপুর অফিস জানিয়েছে, ইউনিয়ন পরিষদের সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তা মর্যাদা প্রদানসহ ৩ দফা দাবিতে মেহেরপুরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১০টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী (বাপসা) সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদের সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তা মর্যাদা প্রদান, বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধাদির শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান ও ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদানের দাবি জানানো হয়। মানববন্ধনে মেহেরপুর জেলা সেক্রেটারী সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিম উদ্দীন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন সানুসহ জেলার মোট ১৮টি ইউনিয়নের সেক্রেটারীগন উপস্থিত ছিলেন।