চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদায় ও বরণ অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সাথে এমপি টগরকে সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ নূর জাহান খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, উপজেলা আ.লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আ.লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হাজি সহিদুল ইসলাম ও যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। বিদায়ী ছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখে- নবম শ্রেণির ছাত্রী মোহনা ইসলাম মিতু। বিদায়ী ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে- সাইমা আফসানা সূচি। উপস্থিত ছিলেন- আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন আহমেদ, উপজেলা আ.লীগ সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যানেজিং কমিটির সদস্য এম নুরুন্নবী ও  শিক্ষক মিজানুর রহমান।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা হলরুমে দোয়া ও নবাগতদের বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. খালিদ সাইফুল্লাহ। আরবি প্রভাষক এবিএম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেশমূলক বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক ইসরাইল হোসেন, সিদ্দিকুর রহমান, আবুবক্কর আলী ও ফরহাদ হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে- মেহেদী হাসান, মাহফুজুর রহমান, আমিনা খাতুন ও রাসেল হোসাইন। দোয়া ও বরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার স্পোর্টস টিচার রকিবুল ইসলাম।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছেন, আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন-মনিরুজ্জামান, সাংবাদিক ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম, শিক্ষক সাবিনা ইয়াসমিন, আহসান হাবীব, সাবলুর রহমান, আব্দুস সালাম, আকরাম আলী প্রমুখ। বক্তব্য রাখেন- একেএম রকিবুল আনোয়ার, সাজ্জাদ হোসেন, শিরিনা আক্তার, আশরাফুল আলম, মিশকাতারা বেলি, রহিমা খাতুন, কাকলি রানী সরকার, মিরাজুল ইসলাম প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবীনদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি আ. রহমান। এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানাজ পারভীন মিলি, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক ময়নুদ্দিন, দলিল উদ্দিন, নার্গিস আরা, মালেকাবানু, গুলফাম বেগম, সহিদুল হক, সানোয়ার প্রমুখ। অনুষ্ঠনটি পরিচালনা করেন শিক্ষক মইনুদ্দিন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল বেলা ১১টায় ফ্রেন্ডস ফাউন্ডেশনের কার্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। বক্তব্য রাখেন- ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্য মোস্তফা কামাল, ডা. আমিনুল ইসলাম, কোচিং শিক্ষক জিয়াউদ্দিন ফারুক, মোতালেব হোসেন, এহসানুল কবির, আহসানউল্লাহ, শিক্ষার্থী জাহিদুল ইসলাম, দোদুল, ফাইম প্রমুখ। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশন এ বছরও নির্বাচনী পরীক্ষা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গরিব ও মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের মানোন্নয়নে ৩ মাস বিনামূল্যে কোচিং করায়।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্রছাত্রীদের বরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক। বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক ইজারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম। বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক আব্দুল হাই ও অভিভাবক সদস্য আব্দুর রশিদ। সঙ্গীত অনুষ্ঠান পরিচালনা করেন কণ্ঠশিল্পী হেলাল খান।