চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় দু দিনব্যাপি অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় দু দিনব্যাপি অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গতকাল শনিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গায় সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক-টেলি যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য এবং যোগাযোগ বিভাগ কর্তৃক ‘বাড়ি বসে বড়লোক’ শিরোনামে মান্টার টেইনার নাজমুল হক, মাহমুদুল হাসান রুমেল, আবু রায়হান, আব্দুর রশিদ, সহকারী টেইনার সূবর্ণা রানী সরকার ও রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন। তত্ত্বাবধানে প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার উদ্যোক্তাসহ মোট ৫৩ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় দু দিনব্যাপি অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগ কর্তৃক ‘বাড়ী বসে বড়লোক’ শিরোনামে মান্টার টেইনার আবু সাইদ, সুমন ও সহকারী টেইনার আবু নওশাদের তত্বাবধানে দু দিনব্যাপি প্রশিক্ষনের প্রথম দিনে উপজেলার ৮ টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ মোট ৪৫ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষন কর্মশালায় অংশ নেয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।