চুয়াডাঙ্গা উপজেলা পরিষদের উদ্যোগে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরনী বিদ্যাপীঠে মাইক সেট প্রদান

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের উদ্যোগে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরনী বিদ্যাপীঠে মাইক সেট প্রদান করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আজিজুল হক হযরত ও মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর বেগম বিদ্যালয়ে এসে মাইক সেটটি প্রদান করেন। এ সময় ভাইস-চেয়ারম্যান হযরত বলেন আমি এ স্কুলে লেখাপড়া করেছি। এ জন্য এ বিদ্যাপীঠের প্রতি আমার টান সবচেয়ে বেশী। প্রতি বছর বিদ্যালয়ে জন্য কিছু উপকরন প্রদান করবো। এছাড়া ও বিদ্যাপীঠটি এলাকার প্রাচিন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, দীর্ঘ দিনেও কোন উন্নয়নের ছোয়া লাগেনি। নতুন তৈরী বিদ্যালয়গুলিতে নতুন ভবন নির্মান হয়েছে কিন্তু এখানে আজ ও কোন ভবন নির্মান হয়নি। শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য, হুইপ এর সহযোগিতায় বিদ্যাপীঠের ভবন নির্মান করার প্রতিশ্রুতি দেন। মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম বলেন আমাদের সাধ আছে সাধ্য নেই। আমরা সবাই মিলে বিদ্যালয়টির উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাব। মাইকটি গ্রহন করেন বিদ্যালয়ের দাতা সদস্য হাজী আকবার আলি মালিথা। এ সময় আর ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক ফারজানা বেগম, সহকারী শিক্ষক শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, সালমা বেগম, ফারুক হোসেন, আকবার আলি, ও ছাত্র অবিভাবক ইলিয়াস হোসেন।