চুয়াডাঙ্গা আল-মেরাজ ইসলামী একাডেমxর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মহিলা কলেজপাড়ার আল-মেরাজ ইসলামী একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি শিশু পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। তিনি আরো বলেন, আল-মেরাজ ইসলামী একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠানটি সত্যিই সাজানো গোছানো চমকপ্রদ ও উৎসবমুখর প্রাণবন্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, সাবেক উপজেলা শিক্ষা অফিসার রেজাউল হক, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজি আফসার উদ্দীন, আলহাজ রবিউল ইসলাম, আবু সালেক, শাজাহান আলী, আল-মেরাজ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক এসএম ওয়ালীউল্লাহ সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক প্রধান শিক্ষক শাহানাজ ফারুক ও প্রতিষ্ঠাতা শিক্ষক কেএম খলিলুর রহমান।