চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের পদ আপ গ্রেডেশনের মাধ্যমে বেতন-বৈষম্য নিরসনের দাবিতে হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

 

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য সহকারীদের পদ আপ গ্রেডেশনের মাধ্যমে বেতন-বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ।

গতকাল শনিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দফতরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আনিসুজ্জামান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আমিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বদরুজ্জামান লাভলু, স্বাস্থ্য সহকারী আমিরুল ইসলাম, আব্দুল গনি, বিপ্লব শেখ, ওহেদুর জামান, আব্দুল আলিম, আজহারুল ইসলাম, রুহুল আমিন, সাজেদুর রহমান, আনিসুর রহমান, সোহাগ, মোক্তেদা খাতুনসহ ৪ উপজেলার সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ।

লিখিত বক্তব্যে বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল হাসান বলেন, ১৯৮৫ নিয়োগবিধি সংশোধনপূর্বক সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীদের পদ আপ গ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতন-বৈষম্য দূরীকরণ এবং বেতনস্কেলসহ টেকনিক্যাল মর্যাদা প্রদানের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এছাড়া আগামী জুলাই মাস থেকে প্রধানমন্ত্রীকে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স চালু করার অনুরোধ জানাচ্ছি। আগামী ৩১ মার্চের মধ্যে দাবিসমূহ বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা প্রদান না করা হলে ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। সম্মেলনে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আমিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বদরুজ্জামান লাভলু, স্বাস্থ্য সহকারী আমিরুল ইসলাম, আব্দুল গনি, বিপ্লব শেখ, ওহেদুর জামান, আব্দুল আলিম, আজহারুল ইসলাম, রুহুল আমিন, সোহাগ প্রমুখ।