চুয়াডাঙ্গায় সুপ্র’র উদ্যোগে প্রাক-বাজেট আলোচনাসভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: সুশাসনের জন্য প্রচারাভিযান ‘সুপ্র’ চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে প্রাক-বাজেট আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা রিসোর সভাকক্ষে সুপ্রর সভাপতি অ্যাড. বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপ্রর সাধারণ সম্পাদক রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। ‘দরিদ্রবান্ধব, বাস্তবায়নযোগ্য, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজেট চাই’ শীর্ষক আলোচনাপত্র উপস্থাপন করেন সুপ্র-জেলা ক্যাম্পেইন ফাসিলিটেটর দারুল ইসলাম। বাজেট আলোচনায় বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের জেলা আহ্বায়ক লিটু বিশ্বাস, রিসোর সহসভাপতি সহিদুল ইসলাম চৌধুরী, সুপ্রর সহসভাপতি শাহীন সুলতানা মিলি, উপজেলা লোকমোর্চা সম্পাদক পারভীন লাইলা মালিক, সুপ্রর সদস্য জহির রায়হান, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম, পাস’র পরিচালক কাতব আলী, বন্ধু ফাউন্ডেশনের সহজেলা ম্যানেজার জেসমিন নাহার প্রমুখ। বাজেট আলোচনায় জাতীয় ও স্থানীয় প্রেক্ষিত শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ইত্যাদি বিষয়ের ওপর বিভিন্ন দাবি উঠে আসে। আলোচনাসভা থেকে জাতীয় বাজেটে অন্তর্ভূক্তির জন্য দাবিসমূহ একত্রীকরণ করে স্মারকলিপি আকারে মাননীয় অর্থমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।