চুয়াডাঙ্গায় সিভিল সার্জন হিসেবে যোগ দিলেন ডা. ছিদ্দিকুর রহমান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে নবাগত সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান যোগদান করেছেন। গত ১৬ মে সিভিল সার্জন ডা. পীতাম্বর রায় বদলীজনিত কারণে পঞ্চগড় জেলায় যোগ দেন। সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমানকে পঞ্চগড় থেকে বদলী করে স্বাস্থ্য মন্ত্রণালয় চুয়াডাঙ্গায় পোষ্টিং দিলে তিনি  গত ২৪ মে  যোগদান করেন। নবাগত সিভিল সার্জনকে শুভেচ্ছা জানাতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, বিএমএ’র সাবেক সভাপতি ডা. আলহাজ্ব একরামুল হক ও সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা আবু নাসিরসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা সাক্ষাৎ করেন।

সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান ১৯৮৩ সালে স্বাস্থ্য বিভাগে চাকরিতে যোগদান করেন। দেশের বিভিন্ন জেলায় কর্মরত থাকার পর চুয়াডাঙ্গায় আসার আগে পঞ্চগড় ও লালমনিরহাট জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন।

নবাগত সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান জানান, এ জেলায় যোগদান করেই তিনি স্বাস্থ্য বিভাগের সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলছেন। ভালোকিছু করার প্রত্যাশা রয়েছে। এ বিষয়ে  সকলের কাছে সহযোগিতার আশা করেছেন তিনি।

প্রসঙ্গত: গত ১৬ ফেব্রুয়ারি সিভিল সার্জন হিসেবে ডা. পীতাম্বর রায় চুয়াডাঙ্গায় যোগ দেন এবং ১৬ মে পর্যন্ত কর্মরত ছিলেন। ডা. পীতাম্বর রায় বদলীর পর থেকে ছিদ্দিকুর রহমানের যোগদানের আগ পর্যন্ত সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।