চুয়াডাঙ্গায় সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় সাহিত্য পরিষদ চত্বরে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে ৫টি গ্রুপে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিচারক ম-লীর চূড়ান্ত রায়ে বিজয়ীরা হলো ক গ্রুপে আবৃত্তিতে ১ম সামিহা সামরিন রোজা, ২য় কাশফিয়া ও ৩য় ত্বোহা হক। হস্তলিখনে ১ম আব্দুল্লাহ আল নোমান, ২য় সুবহানা নুহা ও ৩য় যুগ্মভাবে আয়েশা হুমাইরা, আওজাক বিনতে ফারুকী, মারিয়াম ফাতিমা। খ বিভাগে আবৃত্তিতে ১ম জাকিয়া তাছমিন, ২য় জারিন ফাতেমা ও সাদমান রিদম শুদ্ধ ও ৩য় রাজিন আবরার। শ্রুতি লিখনে ১ম ফারিহা হক প্রত্যাশা, ২য় জেরিন তাসনিম এবং ৩য় তাসনিয়া আজাদ বর্ণ। গ বিভাগে আবৃত্তিতে ১ম খলিফা রওনক হাফিজ ফাহিম, ২য় আহনাফ ফাহমিদ রাশি ও ৩য় ফাবিহা লামিছা। চিত্রাঙ্কনে ১ম মুহিত মুস্তাকিম, ২য় মায়িশা রহমান ও ৩য় তানভীর আহমেদ আনাম। ঘ বিভাগে আবৃত্তিতে ১ম ফারিহা হক, ২য় খন্দকার জান্নাতুল নাঈম ও ৩য় হুমাইরা শবনম কবির। চিত্রাঙ্কনে ১ম যাইর যুবাইর, ২য় রেদওয়ান আহমেদ এবং ৩য় সানজিব জামান অনুভব। ঙ বিভাগে আবৃত্তিতে ১ম অদ্রিজা জান্নাত, ২য় সনিয়া মাহজাবীন ও ৩য় মুনতারিন রহমান প্রাপ্তি। সাধারণ জ্ঞানে ১ম শাহরিয়ার রাবিদ জয়, ২য় মুনতারিন রহমান প্রাপ্তি এবং ৩য় সুলতান মাহমুদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিনক্ষণ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে মর্মে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে।