চুয়াডাঙ্গায় সাম্যবাদী দলের কর্মীসভায় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া- সমাজতান্ত্রিক দেশ গঠনে ঐক্যবদ্ধ হোন

 

সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া বলেছেন ‘২০১৯ সালের নির্বাচনে ১৪ দলীয় জোটের অধীনে নির্বাচন হবে। নির্বাচন সফল করতে সবাই আগাম প্রস্তুতি নিন। সাথে সাথে সমাজতান্ত্রিক দেশ গঠনে ঐক্যবদ্ধ হোন।’ কমরেড দীলিপ বড়ুয়া আরও বলেন, ‘কমরেড লেলিন ও মাও সেতুংবাদী চিন্তা ধারা নিয়ে সকলকে সংগঠিত হতে হবে।’ গতকাল বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) চুয়াডাঙ্গা জেলা শাখার কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বেলা ২টা চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউনহলে বাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আলাউদ্দীন উমরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পলিটব্যুারো সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন বাসদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দোস্ত মোহাম্মদ, সদর থানা সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। এছাড়া জেলা সদস্য স্বরুপ সাহা, আজিজ আলী, ইউনুচ আলী, শফী উদ্দিন, শেরে গুল, আমির হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিট কমিটির নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। এর আগে বাসদ নেতা দিলীপ বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট ব্যবসায়ী হোটেল ভিআইপি’র স্বত্বাধিকারী মিজাইল মিয়া, আতিকুর রহমান বাচ্চুসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেসবিজ্ঞপ্তি।