চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ৬ষ্ঠ ২৪ প্রহর অখ- শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান

স্টাফ রিপোর্টার: বছর ঘুরে চুয়াডাঙ্গায় ফের শুরু হয়েছে প্রত্যাশিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান। চুয়াডাঙ্গা পান্নাহল প্রাঙ্গণে ৬ষ্ঠ বারের মতো ২৪ প্রহরব্যাপী অখ- এ মহানামযজ্ঞানুষ্ঠান গতকাল থেকে শুরু হলেও আজ ভোরে পূজা আর্চনার যাবতি রীতি মেনেই ঘট স্থাপনের মধ্যদিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকললের উপস্থিতি কামনা করে সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন আয়োজক ডায়মন্ড ওর্য়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ও তার পরিবারবর্গ। ২৪ প্রহর অখ- মহানামযজ্ঞানুষ্ঠানে গোপালগঞ্জের দিপ্তী রাণী সম্প্রদায়, কুষ্টিয়ার রাধা বিনোদ সম্প্রদায়, নেত্রকোনার জগবন্ধু সম্প্রদায়, গোপালগঞ্জের নবসত্য নরায়ণ সম্প্রদায়, খুলনার শ্রী অদ্বৈত্য সম্প্রদায়, খোকসার অরুণ কৃষ্ণ সম্প্রদায়, চুয়াডাঙ্গার সোনাতন সৎ সংঘ অংশ নিচ্ছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অশান্ত পৃথিবীর অশনী সংকেত শঙ্কিত করে তুলেছে সবাইকে, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই। অধর্ম আর কুসংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যত। তাই যন্ত্রণাক্লিষ্ট ও ত্রিতাপদগ্ধ এই অসহায় মানুষের উদ্ধারকল্পে মুক্তির দূতরূপে আবির্ভূত হয়ে মহাবতারী শ্রী শ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছিলেন বিশ্ব শান্তি ও মুক্তির মহামন্ত্র শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম সংকীর্তন। কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহামানবের শ্বাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জে¦লে দেয়ার অভিপ্রায়ে এবারও আমরা ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার পান্না সিনেমা হল (রূপছায়া) প্রাঙ্গণে (০৫) পাঁচ দিনব্যাপী (২৩ অক্টোবর ২০১৭ থেকে ২৭ অক্টোবর ২০১৭) শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান পালনে অভিলাষী হয়েছি।