চুয়াডাঙ্গায় মাসব্যাপি আই-জেন উৎসব ২০১৫ শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাসব্যাপি আই-জেন উৎসব ২০১৫ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা একাডেমী বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে উৎসবের সূচনা হয়। পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার উৎসবের উদ্বোধন করেন।

জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা হোসেন। আই জিনিয়াস-২০১৩ ঈশিতা ইয়াসমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি।

প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রচলিত পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিষয়ে নিজেদেরকে দক্ষ করতে না পারলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। গ্রামীণফোন ও প্রথম আলোর এ উদ্যোগ সারাদেশের শিক্ষার্থীদেরকে ইন্টারনেটের ইতিবাচক ব্যবহারে অনুপ্রাণিত করবে।

জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন বলেন, প্রথম আলো সংবাদপত্র প্রকাশের পাশাপাশি অনেক সামাজিক কাজ করে থাকে। শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা দিয়ে থাকে। এরকম মহৎ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

উদ্বোধনী উৎসবে বিদ্যালয়টির তিনশতাধিক ছাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে ১০ শিক্ষার্থী। দশম শ্রেণির শাওনউজ্জামান, হাসান আলী হাসানুজ্জামান, সাগর হোসেন, নবম শ্রেণির টনি হোসেন, আবু সাহেদ বাঁধন, ফজলে রাব্বী ও জনি মণ্ডল এবং অষ্টম শ্রেণির বিএম সানজিদ হাসান, মাফুজ মল্লিক ও মো. আব্দুল্লাহ।

এদিকে একই দিন দুপুরে চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ে আই-জেন উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির আইসিটি শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধন করেন- প্রধান শিক্ষক একেএম আলী আকতার। আই জিনিয়াস-২০১৩ ঈশিতা ইয়াসমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি।

উৎসবে বিদ্যালয়টির দু শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে ১০ শিক্ষার্থী। তারা হচ্ছে- দশম শ্রেণির দশম শ্রেণির রাজির হোসেন, রাজু আহমেদ, জাহিদ হাসান শুভ, শুভ মোল্লা, মাহমুদা ও ফয়সাল আল দ্বীন সুজন, নবম শ্রেণির রায়হান আহমেদ প্রিন্স, রাশিদুল ইসলাম, অষ্টম শ্রেণির নাজমুল ইসলাম ও মো. পারভেজ।

আই-জেন এ উৎসবের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম আলো বন্ধুসভা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি শাখার সভাপতি আব্দুল ওহাব ও জেলা কমিটির নির্বাহী সদস্য মাহমুদ আল জান্নাত।