চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীর জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে রেলবাজারস্থ নিউ শরিফ ছাতা এবং বিপুল সাউন্ড সার্ভিসের মালিক রনি শরিফকে ওই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুসফিকুল আলম হালিম। সহযোগিতায় ছিলেন জেলা ড্রাগ সুপার সুকর্ণ আহম্মেদ, বেঞ্চসহকারী কামরুজ্জামানসহ পুলিশ লাইনের একদল পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা রেলবাজারস্থ নিউ শরিফ ছাতা এবং বিপুল সাউন্ড সার্ভিসে ছাতা বিক্রি ও সাউন্ড সিস্টেম সার্ভিসিং করা হয়। কিন্তু সেখানে অভিযান চালিয়ে পাওয়া যায় অনুমোদনবিহীন ওষুধ। অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘন ও ২৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অনুমোদনবিহীন ও ক্ষতিকারক ওষুধ জব্দ করে উন্মুক্ত স্থানে ধ্বংস করা হয়।