চুয়াডাঙ্গায় বিষ ছিটানোর সময়  ব্যবসায়ী আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পেপে বাগানে বিষ ছিটানোর সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন আপিল উদ্দীন (৫২) নামের ব্যবসায়ী। তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ নতুন বাজারের মৃত রিয়াজ উদ্দীন মণ্ডলের ছেলে ও কেদারগঞ্জ বাজারের আপিল ট্রেডার্সের মালিক। গতকাল তার নিজের পেপে বাগানে বিষ ছিটানোর সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বেলা ২টার দিকে আপিল উদ্দীন চুয়াডাঙ্গা মৎস্য ভবন রোডের চরের মাঠে নিজের পেপে বাগানে পোকা মাড়ার জন্য দানা বিষ ছিটাচ্ছিলেন। বিষের গন্ধ তার শরীরে প্রবেশ করলে তিনি নিজেয় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। পরিবারের লোকজন জানতে পেরে আপিল উদ্দীনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।