চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পাালিত

জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা’র উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়কারী অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষায় স্বাধীনতা ও শিক্ষকদের ক্ষমতায়ন শিক্ষার মানোন্নয়নে সহায়ক’ বিষয়কে উপলক্ষ করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা’র সাধারণ সম্পাদক আজিজুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা’র সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক ফোরকান আলীসহ আনন্দ কুমার শীল, খন্দকার নূর হাসান, হাসান ইমাম, কাজল মাহমুদসহ শিক্ষক নেতৃবন্দ। আলোচনায় নেতৃবৃন্দ শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ পেনসন, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, ৪৫ ভাভ বাড়ি ভাড়া, বোশেখি ভাতা, টাইম স্কেল, পদোন্নতি, শর্ত পূরণকারী নন-এমপিও শিক্ষকদের এমপিও প্রদান, কর্মচারীদের চাকরি বিধি বাস্তবায়ন, কারিগরি ও সাধারণ শিক্ষায় বৈষম্য দূরীকরণ, শিক্ষা উপকরণের মূল্য হ্রাস, শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, চাকরির নিরাপত্তা, জীবনের মানোন্নয়ন, জনগণের মধ্যে শিক্ষার বিস্তার প্রভৃতি দাবি তুলে ধরেন এবং শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় প্রতিবছর ইউনেস্কো, আইএলও, ইউএনডিপি ও ইউনিসেফ কর্তৃক যৌথভাবে নির্ধারিত ও প্রচারিত বিশ্ব শিক্ষক দিবসের বাণী মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।