চুয়াডাঙ্গায় বিবাহ রেজিস্ট্রার কাজীদের পরিচয়পত্র প্রদান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিবাহ রেজিস্ট্রার কাজীদের পরিচয়পত্র প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পরিচয় পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস উপস্থিত জেলার কাজীদের হাতে পরিচয়পত্র তলে দেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলায় ভুয়া কাজীদের দৌরাত্ম বন্ধে জেলা প্রশাসন সরকারি দায়িত্বপ্রাপ্ত কাজীদের পরিচয়পত্র দেয়ার কর্মসূচি হাতে নেন। বাল্যবিয়ে বন্ধে কাজিদের ছবিসহ পরিচয় প্রদানের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা রেজিস্ট্রার উল্লেখ করেন কাজীরা বিবাহ তালাক রেজিস্ট্রী কালীন প্রশাসন থেকে দেয়া পরিচয়পত্র বহন করবেন। পরিচয়পত্র ছাড়া বিবাহ তালাক রেজিস্ট্রারকারীকে ভুয়া কাজি হিসেবে চিহ্নত করে আইনের আওতায় আনা হবে।

অনষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, বাল্যবিয়ে আপনারা পড়াবেন না। এলাকায় বাল্যবিয়ে হলে সাথে সাথে প্রশাসনকে জানাতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। জেলা রেজিস্ট্রার হাজি আবুল কালাম আজাদ। জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজি শামসুল হক জানান, বাল্যবিয়েসহ বেআইনিভাবে কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না। সেই সাথে বাল্যবিয়ের তথ্য দাতাকে পুরস্কৃত করা হবে বলে কাজি শামছুল হক ঘোষণা করেন।