চুয়াডাঙ্গায় ফার্স্ট পে শিওর ক্যাশ কার্যক্রমের উদ্বোধন

 

 

স্টাফ রিপোর্টার: টাকা পাঠাই ফোনে ফোনেএ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ফার্স্ট পে সবার জন্য শিওর ক্যাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে শ্রীমন্ত টাউন হলে প্রধান অতিথি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার কেক কেটে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বারের পরিচালক বুশরা এন্টারপ্রাইজের মালিক মো. সালাউদ্দিন মিঠুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনখুলনা বিভাগীয় শিওর ক্যাশর আঞ্চলিক ব্যবস্থাপক অমিতাভ চন্দ্র দাশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গার ব্যবস্থাপক নাসির উদ্দিন, চেম্বারের সিনিয়র সহসভাপতি শাহরিন হক মালিক, পরিচালক আরিফ হোসেন জোয়ার্দ্দার, কিশোর কুমার, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল হোসেন, মো. রিংকু ও মো. খোকন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেনশিওর ক্যাশর এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম। আলোচনাসভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন,মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় শিওর ক্যাশ কার্যক্রম চুয়াডাঙ্গায় চালু হওয়ায় জেলাবাসী টাকা আদান প্রদানে নিরাপদ জায়গা খুঁজে পেলো। এ কার্যক্রমের সেবাগ্রাহকরা ভালোমতো পাবেন এ প্রত্যাশা করছি।’