চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় দুজন আহত : একজন রেফার্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহীতে রেফার করেছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা বড়বাজারপাড়ার মৃত রাকিব মাস্টারের ছেলে খোকন (৫৮) বাইসাইকেলযোগে ডুগডুগি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

অপরদিকে, আলমডাঙ্গা পারকৃষ্ণপুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০) মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে দুর্ঘটনার শিকার হন। তাকে একটি পাউয়ারটিলারট্রলি ধাক্কা দিলে ছিটকে পড়ে। এ সময় পাউয়ারটিলারট্রলির একটি চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।