চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত তিন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক তিন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন চুয়াডাঙ্গা শহরতলির হাটকালুগঞ্জ পুরাতন মসজিদপাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল হাকিম (২৪), জেলা শহরের সাতগাড়ি নতুনপাড়ার আব্দুল মজিদের ছেলে ও চুয়াডাঙ্গা রেলবাজারের ক্ষুদ্র মাছ ব্যাবসায়ী মিনা (২৭) এবং চুয়াডাঙ্গার অনন্যা ফুডের ভ্যানচালক এরশাদ (২০)। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল হাকিমকে দেখতে হাসপাতালে যান চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সাবেক যুবলীগ নেতা মিলনসহ অনেকে। পারিবারিক সূত্রে জানা গেছে,  হাটকালুগঞ্জের আব্দুল হাকিম গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে ভাংবাড়িয়া থেকে তার এক আত্মীয়র বাড়ি থেকে চুয়াডাঙ্গা ফিরছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের আলুকদিয়া বাজার পার হতেই অপরদিক থেকে আসা একটি আলমসাধুর সাথে সংঘর্ষ লেগে সড়কের ওপর আছড়ে পড়ে আহত হন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফাঁয়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে ক্ষুদ্র মাছ ব্যাবসায়ী চুয়াডাঙ্গা সাতগাড়ির মিনা গতকাল বিকেলে চার বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। খেজুরা গ্রামের ভেতর দিয়ে ডিঙ্গেদহ বাজারের প্রধান সড়কে উঠতেই একটি পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে রক্তাক্ত আহত হন। সাথে থাকা অপর বন্ধুরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপর ঘটনায়, চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের চুয়াডাঙ্গা সার্কিট হাউজের সামনে একটি পিকআপ ভ্যান এরশাদ চুয়াডাঙ্গা অনন্যা ফুডের মালামাল বহনকারী একটি ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ভ্যানচালক এরশাদ আহত হয়। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে।