চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৫০ হাজার দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও ৪৯ হাজার ৭৭২টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন জেলার ৩৫টি ইউনিয়নের জন্য চার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চার পৌর মেয়রদের মধ্যে এ চাল বরাদ্দ দিয়েছেন। ঈদের আগেই দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ সম্পন্ন করা হবে।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের জন্য ৯ হাজার ১৮৪টি কার্ড ও চুয়াডাঙ্গা পৌরসভার জন্য ৪ হাজার ৬২১টি কার্ড এবং আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের জন্য ৬ হাজার ৮৫৪টি কার্ড ও আলমডাঙ্গা পৌরসভার জন্য ৪ হাজার ৬২১টি বরাদ্দ করা হয়েছে। দামুড়হুদা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের জন্য ১৭ হাজার ৮৯৭টি কার্ড ও দর্শনা পৌরসভার জন্য ৩ হাজার ৮১টি কার্ড এবং জীবননগর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের জন্য ৪ হাজার ৩৬৯টি কার্ড ও জীবননগর পৌরসভার জন্য ৩ হাজার ৮১টি কার্ড বরাদ্দ দেয়া হয়েছে।