চুয়াডাঙ্গায় পদ্মবিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসসহ কয়েকজন সদস্যের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস। তিনি বলেন, তিনি ও তার সদস্যদের বিরুদ্ধে আওয়ামী লীগ বিদ্রোহী ও বিএনপি সমর্থিত ইউপি সদস্যরা ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছে। তারা গত ৬ অক্টোবর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন এবং গত ১৭ অক্টোবর ওই মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত সংরক্ষিত মহিলা সদস্যদের অধিকার থেকে বঞ্চিত করে তারা ইউনিয়ন পরিষদ থেকে অধিক সুযোগ সুবিধা ভোগ করতে চেয়েছিলো। যা চেয়ারম্যান হিসেবে তিনি হতে দেননি। তিনি মহিলা সদস্যদের তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করায় ওই ইউপি সদস্যরা তার বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনের ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মুসলিমা খাতুন, খালেদা বেগম, চায়না খাতুন, সাধারণ সদস্য কামাল উদ্দিন, আব্দুর রউফ, আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে একই প্রতিবাদে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে ওই ইউনিয়নের চেয়ারম্যান সমর্থিত শতাধিক মানুষ অংশ নেয়। এর আগে গত ১৭ অক্টোবর পদ্মবিলা ইউপি চেয়ারম্যান ও কয়েকজন সদস্যের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে ইউনিয়নবাসী।