চুয়াডাঙ্গায় নবান্ন উৎসব নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নবান্ন উৎসব নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১০টায় বাংলাদেশ শিশু একাডেমী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে যেমন খুশি তেমন সাজো, হাড়িভাঙা, বিস্কুট দৌড়, মোরগ লড়াইসহ নানান প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী চুয়াডাঙ্গার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসান ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক হাজি মো. ওয়ালিউর রহমান মালিক টুলু।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, নবান্ন উৎসব এদেশের গ্রাম বাংলার মানুষের সাথে মিশে আছে। এ সময় মানুষ মাঠ থেকে ধান কেটে ঘরে তোলে। যুগ যুগ ধরে বাংলার মানুষ এ ঐতিহ্যকে ধারণ করে চলেছে। নবান্ন উৎসবে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় ক-বিভাগে প্রদীপন বিদ্যাপিঠের রায়তা ১ম, ওল্ডজেএম বিদ্যালয়ের ইয়াসা হাসান ২য় ও কেদারগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ফয়সাল ৩য় স্থান অধিকার করে। একই প্রতিযোগিতায় খ-বিভাগে রাহেলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের মায়া খাতুন ১ম, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শাহরিয়ার হোসেন ২য় ও ফাহিনুর রহমান ৩য় স্থান অধিকার করে। হাড়িভাঙা প্রতিযোগিতায় ছাত্রীদের মধ্যে রাহেলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের টুম্পা খাতুন প্রথম, স্মৃতি খাতুন দ্বিতীয় ও সুরাইয়া আখতার তৃতীয় স্থান অধিকার করে। হাড়িভাঙা প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে কেদারগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আলিফ আল জাবিদ প্রথম, পিয়াল হাসান দ্বিতীয় ও মারুফ হোসেন তৃতীয় স্থান লাভ করে। বিস্কুট দৌড় ছাত্রীদের মধ্যে প্রদীপন বিদ্যাপিঠের লামিয়া আখতার প্রথম ও আফসানা আফরিন দ্বিতীয় স্থান এবং রেজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্যামলী আখতার তৃতীয় স্থান অথিকার করে। মোরগ লড়াই প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে কেদারগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের রবিন প্রথম স্থান, সাইদুর দ্বিতীয় স্থান ও মেহেদী হাসান তৃতীয় স্থান অধিকার করে।