চুয়াডাঙ্গায় দৈনিক প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

স্টাফ রিপোর্টার: ‘কালকের পৃথিবীটা আমাদের হবে’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে দৈনিক প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি শিশু সদন চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার উপাচার্য প্রফেসর ড. ওবাইদুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দিন, পশ্চিমাঞ্চল সম্পাদক আজাদ মালিতা, শিক্ষক ঐক্য পরিষদের সম্বয়নকারী সহকারী অধ্যাপক শেখ সেলিম, শিশু সদনের সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াছ হোসেন বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন- এনটিভির সাংবাদিক রফিকুল ইসলাম, দিনবদলের সংবাদের সম্পাদক রিচার্ড রহমান, প্রথম আলোর বন্ধুসভার সভাপতি মাবুদ সরকার। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন- শ্যামলী ইসলাম শুভার্থী।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য ড. ওবাইদুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, দিনের শুরুতেই প্রথম আলো পত্রিকাটি প্রথমেই পড়া হয়। কারণ পত্রিকাটিতে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রকাশিত হয়। শিশু সদনের শিশুদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া শিখলে কোন উচ্চতায় উঠবে তা তোমরা এখন জানতে পারছো না। তবে অনেক দূর যেতে পারবে।