চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক এসএম ইস্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যপক জাহিদ বিশ্বাসসহ আরও অনেকে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যলয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা ও জাতীয় জাদুঘর ঢাকা। মোট ২০টি প্রোজেক্ট নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রজেক্ট প্রেজেন্টেশনে স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যলয়, দ্বিতীয় স্থান অধিকার করেন কেরু উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধীকার করেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম স্থান অধীকার করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ, দ্বিতীয় স্থান দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও তৃতীয় স্থান চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।