চুয়াডাঙ্গায় তিন কৃষকের কপির চারাক্ষেত কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গায় তিন কৃষকের কপির চারাক্ষে কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে দুর্বৃত্তরা তিন কৃষকের কপির চারাক্ষেত কেটে বিনষ্ট করেছে। গত শুক্রবার রাতে ফুলকপি ও বাঁধাকপির চারা কেটে ক্ষতি করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ার জাহাঙ্গীর হোসেন, আসলাম উদ্দিন মহিদ ও তার ভগ্নিপতি আবুল কালাম। আসলাম উদ্দিন মহিদ জানান, ২৫ দিন আগে তারা মোট ৩২টি বেডে ফুলকপি ও বাঁধাকপির বীজ রোপণ করেন। আর এক সপ্তাহ পর চারাগুলো তুলে ১৯ বিঘা জমিতে লাগানোর কথা ছিলো। কিন্তু একদল দুষ্কৃতকারী শুক্রবার রাতে বেডগুলো থেকে চারা কেটে ফেলে।

ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর হোসেন জানান, গত শুক্রবার রাতের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে তিনি বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে গাড়াবাড়িয়া গ্রামের সামসুল মণ্ডলের ছেলে সুমন ও কাজলসহ অজ্ঞাত পরিচয় চার পাঁচজনকে আসামি করা হয়েছে।

অভিযোগের পর গতকাল শনিবার দুপুরে সদর থানার এসআই মহসীন আলী